স্বপ্নময়ীর কথা
- শাকিল আহমেদ জয় - --চুপ থাকো
শিশির ঝরা চালতা তুমি,
শিশির ঝরা চালতাফুল,
ঐ পবনের চন্দ্রকিরণেতে
তোমাতে হই মুশগুল।
কি যাদু আছে বলো
তোমাতে হায়,
স্বপ্নেতেও করো তুমি
পাগল আমায়,
ঐ উর্ধ্বভ্যূমে যখন বসে
লক্ষ তারার মেলা,
তারই সনে চেয়ে দেখি
তোমার রূপের খেলা,
তোমার মতো কে আর এমন
পাগলকরা রূপের অনলবিভা,
কোন কারিগর গড়লো তোমায়,
এমন রূপের প্রতিভা।
১২ আষাঢ়, ১৪২৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।